নলছিটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

নলছিটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

নলছিটি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ও চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(সাাইডো) এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার( ২৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ রাসেল ঢালী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জান্নাত আরা নাহিদ।

আরও বক্তব্য রাখেন, জাগুয়া কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মেসবাহ খান রতন,ভৈরবপাশা ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার ,সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মেল হক, সাংবাদিক খলিলুর রহমান মৃধা,তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের জেলা সমন্বয়ক রাফিউল ইসলাম, নলছিটি উপজেলা সমন্বয়ক মেহরাব হোসেন রিফাত,সুমি আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,সৈয়দ হোসাইন আহমেদ কামাল নির্বাহী পরিচালক সাইডো,সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক আমির হোসেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest