ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩
বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নদী বন্দর দ্বীপ ভোলার মেঘনা নদী থেকে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় প্রায় ২২ কোটি টাকা মূল্যের শাড়ি কাপড় জব্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করেন,বাংলাদেশ কোস্ট গার্ড বুধবার (৫জানুয়ারী) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর (ঢাকা আগারগাঁও) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ জানুয়ারী) ভোর ৫ ঘটিকায় সময় ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি সংলগ্ন মেঘনা নদীতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক স্টাফ অফিসার (অপারেশন্স), ভোলা লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট এর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হলে বোটটি না থেমে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় কোস্ট গার্ড কর্তৃক বোটটির গতিরোধ করার জন্য পর্যায়ক্রমে ০৪ রাউন্ড ফাঁকা গুলি করা হলে পাচারকারীরা বোটটিকে চরের পাশে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে এফ বি আবিদ নামক বোটটি তল্লাশী করে শুষ্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১৭৮-২৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, ১৬৬ পিস পিস ও ৬৪৪২ পিস মেডিকেল আইটেম জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ২১,৯০,৭৫,০০০/০০ (টাকা একুশ কোটি নব্বই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র) জব্দকৃত মালামাল ও বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST