ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সালামপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রী (১৪) অপহরণের ঘটনায় জড়িতের অভিযোগে একজনকে আটক নিয়ে পুলিশের বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ ওঠেছে। অপহরণের শিকার ছাত্রীটির পরিবার বলছে, অপহরণকারি চক্রের একজনকে আটক করলেও পুলিশ তা স্বীকার করছে না। পুলিশ বলছেন, কাউকে গ্রেফতার করা হয়নি তবে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে।
গত সোমবার (৯ জানুয়ারী) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিন মুরাদিয়া গ্রামের জনৈক রাকিব হাওলাদারের কন্যা সালামপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ওই ছাত্রীকে পার্শ্ববর্তী শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের লিটন শেখের পুত্র তরিকুল ইসলামসহ ৪/৫জনের একটি চক্র মাদ্রাসা যাওয়ার পথে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। এঘটনার দিন রাতেই ওই মাদ্রাসাছাত্রীর বাবা রাকিব হাওলাদার অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, এটি অপহরণ নয়, প্রেমের টানে প্রেমিক তরিকুলের সাথে ভেগেছে।
পুলিশ ঘটনার তিন পর গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত তরিকুলের বোন পপি আক্তার নামের একজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটকের ব্যাপারে কেউ মুখ খুলছেন না।
এব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, অভিযুক্ত তরিকুলের তথ্য জানতে তার বোন পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। কাউকে গ্রেফতার করা হয়নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST