তালতলা বাজারে রোজার তৃতীয় দিনে নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি।

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৩

তালতলা বাজারে রোজার তৃতীয় দিনে নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি।

এম কে কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি,

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তালতলা বাজারে রোজার তৃতীয় দিনে নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি ফিরে এসেছে ।

রবিবার (২৬ মার্চ) তালতলা কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে শসা ৬০ টাকা, বেগুন ১০০ টাকা, পটল ৬০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, করলা ৬০ টাকা, টমেটো ৩০টাকা, গাজর ৪০টাকা, শসা ৫০ টাকা, পিঁয়াজ ৩০ টাকা এবং লেবু ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা মোঃ সাগর বলেন, প্রথম ও দ্বিতীয় রোজার তুলনায় এখন দাম কিছুটা কম।

বাজার ঘুরে দেখা গেছে, ভেসন ৯০ থেকে ১০০ টাকা, মোটা দানা মশুর ডাল ৯৫ টাকা, দেশি ছোট মশুর ডাল ১৪০ টাকা, ছোলা ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাদা চিড়া ৬০ টাকা কেজি, মুড়ি কেজি ১০০ দরে বিক্রি হচ্ছে।

বাজারে বোতলজাত দুই লিটার ৩৭৪ টাকা, খোলা সয়াবিন তেল লিটার ১৮০ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া সাদা চিনি ১১৩, টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছ মাংসের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ব্রয়লারের কেজি ২৪০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে রুই ও কাতল মাছ কেজি ৩০০ থেকে ৩২০টাকা, মাঝারি ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকা, শিং ৫০০ থেকে ৪০০ টাকা, কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা তরিকুল ইসলাম বলেন, আগের তুলনায় রমজান মাস উপলক্ষে মাছের দাম তেমন বাড়েনী।

অন্যদিকে বাজার করতে আসা ক্রেতারা বলেন, এই রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর হবে এমনটাই প্রত্যাশা ক্রেতাদের।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest