তজুমদ্দিন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ।

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

তজুমদ্দিন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ।

মো:ইলিয়াছ তজুমদ্দিন ভোলা প্রতিনিধি

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহারের ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(২৮ মার্চ)সকাল ১১টার দিকে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এই আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।উপজেলায় ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ৯০জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে, বিতরণ অনুষ্ঠানে, প্রাধান অতিথি ছিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।এই সময় আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর,সাধার সম্পাদক ফজলুল হক দেওয়ান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

সংসদ সদস্য বক্তব্যে তিনি বলেন জনশুমারী কাজে ব্যবহারের জন্য গত বছর সরকার এই ট্যাবগুলো ক্রয় করেন।এরপর শুমারী শেষ হওয়ার পর এই ট্যাবগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই ধরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যাতে এই ট্যাবগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশের একটি অংশ হওয়ার গৌরব অর্জন করবে। আর দেশের শিক্ষাখাত আরো একধাপ এগিয়ে যাবে।জন শুমারীতে সারা দেশে ব্যবহৃত প্রায় তিন লাখ ৯০ হাজার ট্যাব স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় তজুমদ্দিন উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ৯০ জন শিক্ষার্থীকে তাদের নিজ নিজ চমৎকার ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ট্যাবগুলো উপহার দেয়া হয়েছে। তিনি আরও বলেন,শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের ওপর নজর রাখবেন।ট্যাবগুলো যাতে শিক্ষার্থীরা যথাযথভাবে জ্ঞান অর্জনে সহায়তা করতে পারে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest