ঢাকা ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, মে ২২, ২০২৩
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। এমন অবস্থাতেও যারা পেটের দায়ে রাস্তায় থাকেন, রোদের মধ্যে রিকশা চালানোর মত কঠিন কাজটি করেন অথবা তৃষ্ণার্ত পথিক, তাদের সবার তৃষ্ণা নিবারণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নলছিটি শহরে বাস স্ট্যান্ড পয়েন্টে নিরাপদ সুপেয় পানির বুথ করা হচ্ছে।
বুধবার এর কার্যক্রমের উদ্বোধন করবেন তাইজুল ইসলাম দুলাল চৌধুরী, ০৪ নং ওয়ার্ড কাউন্সিল,
নলছিটি পৌরসভা। বিডি ক্লিন নলছিটি উপজেলা সমন্বয়ক মো: মারজান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বুথ থেকে পানি সংগ্রহ করা যাবে।
পৌরসভা এলাকায় সর্বত্র সুপেয় পানির ব্যবস্থা না থাকায় পথচারী বিশেষ করে রিক্সা চালক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ পানির কষ্টে ভোগেন। তাদের সেই চাহিদা মেটাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পৌরসভা এলাকার নির্ধারিত নলছিটি বাস স্ট্যান্ড বুথ থেকে বিনামূল্যে সুপেয় পানি সংগ্রহ করা যাবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST