বি’সি’ক নির্বাচনে সংরক্ষিত ৭ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রোকসানা আইভি

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ২, ২০২৩

বি’সি’ক  নির্বাচনে সংরক্ষিত ৭ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রোকসানা আইভি

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ৭ আসন অর্থাৎ ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডে শুক্রবার ২৬শে মে আনারস প্রতীক বরাদ্দ পান রোকসানা বেগম আইভি।

সেই থেকে প্রতিটি দিন নগরীর নতুন বাজার,অমৃত লাল দে সড়ক, মুন্সী গ্যারেজ,অক্সফোর্ড মিশন রোড,করিম কুটির,মানু মিয়া লেন,গোরস্থান রোড,কলেজ এভিনিউ, হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় বাসায়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে প্রচারনা চালাচ্ছেন।

তিনি নগরীর ১৯,২০ ও ২১ ওয়ার্ডের ভোটারদের আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে স্ব স্ব কেন্দ্রে গিয়ে আনারস মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।

এসময় সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের প্রার্থী রোকসানা বেগম আইভি বলেন, ব‌রিশা‌লের এই তিনটি ওয়ার্ডের মানুষ এ‌তো‌দিন উন্নয়ন ব‌ঞ্চিত ছি‌লো। তারা এই অবস্থার প‌রিবর্তন চা‌চ্ছেন। তারা চা‌চ্ছেন নতুন নেতৃত্ব। নতুন ভোটারদের কাছ থেকেও সেই প্রত্যাশা দেখছি। নির্বাচিত হলে এই সব মানুষদের প্রত্যাশা পুরনে সর্বাত্তক চেষ্টা করবেন বলে তিনি জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest