ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে রাতের অন্ধকারে বসতবাড়িতে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ঘর সম্পূর্ণ পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
রবিবার (৪জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
ক্ষতিগ্রস্ত কোহিনূর বেগম জানায়, আমি আমার সন্তানাদি নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করি জীবিকা নির্বাহের কারণে আমার স্বামী ঢাকাতে থাকতো তার অসুস্থতার সংবাদ পেয়ে আমি ১০/১৫ দিন আগে ঢাকাতে যাই। রবিবার দিবাগত রাতে সংবাদ পাই কে বা কাহরা আমার বসত ঘরে আগুন দেয়। প্রতিবেশী আমেনা জানান গভীর রাতে শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়দের সহতায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ঘরে থাকা ধান, চাল, টাকাসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগম আরও বলেন, আমাদের ধারণা শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST