ঝালকাঠিতে ইয়াবা ট্যাবলেটসহ আটক- ১

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩

ঝালকাঠিতে ইয়াবা ট্যাবলেটসহ আটক- ১

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত ব্যাক্তির নাম মো: হাবিবুর রহমান (৪০)।

জানা যায়, বুধবার বিকেল ৪ টায় উপজেলার লক্ষনকাঠি এলাকা থেকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

মো. হাবিবুর রহমান উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বাসিন্দা মৃত মোতাহার আলী হাওলাদারের পুত্র। সে পেশায় একজন মাইক্রোবাস চালক বলে জানা গেছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল কাদের জানান, আটককৃত মো. হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে মাইক্রোবাস চালানোর আড়ালে মাদকের জরিত রয়েছে। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest