নলছিটিতে তিন জেলেকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩

নলছিটিতে তিন জেলেকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ বেহুন্দী ও বেড় জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১০জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ।

 

মৎস্য কর্মকর্তা জানান, তারা সুগন্ধা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন সেই মর্মে খবর পেয়ে মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি বেহুন্দী জাল ও একটি বেড় জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা হবে বলে তিনি জানান।

 

জরিমানা প্রাপ্তরা হলেন,বরিশাল জেলার মুলাদী থানার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. আলামিন(২৮),একই ঠিকানার জলিল বেপারীর ছেলে মো. রিপন বেপারী(৪০)ও আ. রব বেপারীর ছেলে মো. ইব্রাহিম (৩৫)।

 

এসময় উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রাব্বি (১৪) কে ভবিষ্যতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ না ধরার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest