ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশন আয়োজিত রবিবার দুপুর ১২ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসএম মিজানুর রহমান,চেয়ারম্যান ,দেশ বাংলা ফাউন্ডেশন এর সভাপতিত্বে রিজা ফারুকী এর সঞ্চালনায় ট্যাব বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ,খান সাইফুল্লাহ পনির, জেলা পরিষদ চেয়ারম্যান, মো. আফরুজুল হক টুটল, পুলিশ সুপার , লিয়াকত আলী তালুকদার, পৌর মেয়র , মো. শহীদুল ইসলাম পরিবার পরিকল্পনা কার্যালয় উপ পরিচালক ঝালকাঠি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আওয়ামীলীগ সরকারের বানানো কমিউনিটি ক্লিনিক বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিলো। তারা গ্রামের মানুষের সাথে প্রতারনা করেছে। শেখ হাসিনা সরকার পুনরায় আধুনিকায়ন করে সেই কমিউনিটি ক্লিনিককে বিশ্বের কাছে স্থান করে দিয়েছে। দেশের মানুষের স্বাস্থ্যসেবায় শেখ হাসিনা যে ভুমিকা রেখেছে তা দেশের মানুষ সাড়াজীবন স্বরণ রাখবে।
চিকিৎসা সহ দেশের মানুষের সকল নাগরিক সুবিধাসহ গ্রামীণ জনপদকে উন্নয়ন করে জাতিকে সবল জাতী হিসেবে গড়ে তুলছেন বর্তমান সরকার। স্বাস্থ্যককর্মীদের সুষ্ঠ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
আলোচনা শেষে ২০ জন মাঠকর্মীকে প্রধান অতিথি ট্যাব বিতরণ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST