বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এ নির্বাচিত হলেন যারা

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এ নির্বাচিত হলেন যারা

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

১ থেকে ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যারা।

১ নং ওয়ার্ড কাউন্সিলর আউয়াল মোল্লা,২ নং ওয়ার্ডে মুন্না হাওলাদার,৩ নং ওয়ার্ডে হাবিবুর রহমান ফারুক,৪ নং ওয়ার্ডে সৈয়দ আবিদ,৫ নং ওয়ার্ড কেফায়েত হোসেন রনি,
৬ নং ওয়ার্ডে খান মোঃ জামাল হোসেন,৭ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম খোকন,৮ নং ওয়ার্ডে সেলিম হাওলাদার,৯ নং ওয়ার্ডে লিংকু,১০ নং ওয়ার্ডে জয়নাল আবেদীন,১১ নং ওয়ার্ডে মজিবর রহমান,
১২ নং ওয়ার্ডে রয়েল,
১৩ নং ওয়ার্ডে মেহেদী পারভেজ খান আবির,১৪ নং ওয়ার্ডে শাকিক হোসেন পলাশ,
১৫ নং ওয়ার্ডে সামজিদুল কবির বাবু,১৬ নং ওয়ার্ড শাহিন সিকদার,১৭ নং ওয়ার্ডে আক্তারুজ্জামান হিরু,
১৮ নং ওয়ার্ডে মাসুম হাওলাদার,১৯ নং ওয়ার্ড গাজী নঈমুল হোসেন লিটু,২০ নং ওয়ার্ডে জিয়াউর রহমান বিপ্লব,
২১ নং ওয়ার্ড সাইদ আহমেদ মান্না,২২ নং ওয়ার্ডে আনিছুর রহমান দুলাল,২৩ নং ওয়ার্ডে এনামুল হক বাহার,২৪ নং ওয়ার্ডে ফিরোজ আহমেদ,২৫ নং ওয়ার্ডে সুলতান মাহমুদ,২৬ নং ওয়ার্ডে হুমায়ুন কবির,
২৭ নং ওয়ার্ডে মনিরুজ্জামান তালুকদার,
২৮ নং ওয়ার্ডে হুমায়ুন কবির,
২৯ নং ওয়ার্ডে ইমরান মোল্লা,
৩০ নং ওয়ার্ডে শাহিন হাওলাদার।

সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর বৃন্দরা হলেনঃ

১,২ ও ৩ সংরক্ষিত মহিলা আসনে ডাকিয়া পারভীন।
৪,৫ ও ৬ সংরক্ষিত মহিলা আসনে আলম তাজ বেগম।
৭,৮ ও ৯ সংরক্ষিত মহিলা আসনে কোহিনুর বেগম।
১০,১১ ও ১২ সংরক্ষিত মহিলা আসনে আয়শা তৌহিদ লুনা।
১৩,১৪ ও ১৫ সংরক্ষিত মহিলা আসনে লাভলী বেগম।
১৬,১৭ ও ১৮ সংরক্ষিত মহিলা আসনে মজিদা বোরহান
১৯,২০ ও ২১ সংরক্ষিত মহিলা আসনে শীলা আক্তার।
২২,২৩ ও ২৭ সংরক্ষিত মহিলা আসনে রেশমি বেগম।
২৪,২৫,২৬ সংরক্ষিত মহিলা আসনে সেলিনা বেগম।
২৮,২৯ ও ৩০ সংরক্ষিত মহিলা আসনে রাশিদা পারভিন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest