জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৩

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সাড়ে দশটায় (১৩জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শিউলি পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান, অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা: মেহেদী হাসান, শিশু বিশেষজ্ঞ ডা: ফয়সাল ইসলাম ভূইয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আবুল বাশার প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: রাসেল ঢালীর সঞ্চালনায় বক্তারা বলেন, এ বছর জাতীয় পুষ্টি সপ্তাহ ঘোষণা করা হয়েছে চলতি মাসের ৭ থেকে ১৩ জুন। এবারে পুষ্টি সপ্তাহে নতুন সংযোজন করা হয়েছে ইয়াতিমখানার শিশুদের সুষম পুষ্টির আওতায় নিয়ে আসা। তারা আরও বলেন, একটি জাতীর লক্ষ অর্জন করতে শিশুদের সঠিক বিকাশ দরকার আর সেটা পূরণ করতে পারে সুষম পুষ্টি।

অনুষ্ঠান শেষে কুইজ,চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতায়বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায়

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest