ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৩
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্টে এলাকার নীলখোলা স্কুল সংলগ্ন রাস্তায় অটোরিক্সায় অজ্ঞাতনামা যাত্রীসেজে এক যুবককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে ।
নানা সূত্রে জানাগোছে, বুধবার, বিকাল ৬টার দিকে গোলাম রাব্বি খান (২৫) নামে এক যুবক নলছিটির দপদপিয়ার জিড়ো পয়েন্ট থেকে অটোরিক্সা যোগে নতুন মোবাইল কেনার জন্য বরিশাল রওয়ানা দেন। এসময় তার সাথে আরো দু`জন অজ্ঞাতনামা যাত্রীও অটোরিক্সায় উঠে । তারা নীলখোলা স্কুলের সামনে গেলে অটোচালক প্রসাব করার কথা বলে অটো থামিয়ে নেমে পড়েন। এরপরে ঐ দুই যাত্রী রাব্বিখানকে অটোরিক্সা থেকে নামতে বলে। সে নামতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক অটোরিক্সা থেকে নামিয়ে পাশে একটি স্বরু রাস্তায় নিয়ে এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায় তার বুকের ভীতরে চাকু ঢুকিয়ে সাথে থাকা নগদ ২৭ হাজার ৫শ টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তদ্বয় পালিয়ে যায় ।
রাব্বিখান জ্ঞান হারিয়ে রাস্তার পার্শ্বে পরে থাকে। পরে স্থানীয় জনতা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে তার বাড়িতে খবর দেন । জরুরী বিভাগের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখেন ।
গোলাম রাব্বি খান নলছিটির দেওপাশা গ্রামের নওয়াব আলী খানের ছেলে এবং দপদপিয়া মেসার্স সুগন্ধা ফিড মিলে চাকরি করেন ।
এঘটনায় ভিকটিম রাব্বি খানের মা নিরু বেগম বাদী হয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়েে করেন।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান জানন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST