বরিশালে বিএম কলেজের মুসলিম হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

বরিশালে বিএম কলেজের মুসলিম হল থেকে  ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের অন্যতম বিদ্যাপিঠ সরকারি বিএম কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ( মুসলিম) হল এর পশ্চিম ব্লকের পরিত্যক্ত কক্ষ থেকে সমাজ কর্ম বিভাগের চতুর্থ বর্ষের মাইনুল ইসলাম নামের এক আবাসিক ছাত্রের লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে।

শিক্ষার্থী মোঃ মাঈনুল ইসলাম উক্ত হলের ১৩৪ নাম্বার রুমে থাকতেন । তিনি সরকারি বিএম কলেজের সমাজ কর্ম বিভগের (১৮-১৯ শিক্ষাবর্ষের) নিউ ৪ র্থ বর্ষের ছাত্র। তার বাড়ি – হিজলা থানার বাউশিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুর রহিম হাওলাদার। রুমমেইটের জানান তারা ৩ ভাই এবং ৩ বোন, মাঈনুল ইসলাম ভাই বোনদের মধ্যে ছোট ছেলে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest