ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২৩
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫ লাখ টাকার বিনিময়ে গোপনে পকেট কমিটি বাতিল, নির্বাচনের মাধ্যমে স্কুল পরিচালনা কমিটি গঠন এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন অভিভাবকসহ স্থানীয় জনতা। বিক্ষোভ শেষে প্রধান শিক্ষকের কুশপুত্তলি দাহ করেন তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে প্রায় অর্ধশতাধিক অভিভাবকরা এ বিক্ষোব কর্মসূচী পালন করেন। এসময় ছাত্র অভিভাবক মোঃ রেজাউল হক রাজন, মোঃ ইদ্রিস মোল্লাহ, মোঃ হারুন মীরা, বক্তব্য দেন।
বক্তারা বলেন, কোন ধরনের তফসিল ঘোষনা না করেই গোপনে প্রধান শিক্ষক ৫ লাখ টাকার বিনিময়ে তার পছন্দেন লোকজন নিয়ে পকেট কমিটি বানিয়েছেন। তাই দ্রুত প্রধান শিক্ষকের অপসারনসহ অবৈধ কমিটি বাতিল করতে হবে।
স্কুল শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, কমিটির বিষয়ে প্রধান শিক্ষক আমার সাথে কোন আলাপ করেনি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ বলেন, শুনেছি কমিটি হবে তবে হয়েছে কি-না তা আমি জানিনা।
এবিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্করের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন বলেন, আমি নিজেই প্রিজাইডিং ছিলাম তবে আমাদের যতটুকু দায়ীত্ব তা পালন করেছি তবে প্রধান শিক্ষক কি করেছেন তা আমার জানা নেই।
উপজেলা নির্বাহী মোঃ আল ইমরান বলেন, অবৈধ পন্থায় কমিটি হয়ে থাকলে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST