ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটির নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের নিখোঁজ শিশু সামিউলকে (২) একদিন পর বাড়ির ডোবার রাস্তা পারাপারের নালার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল ২২ জুন বৃহস্পতিবার বিকেল থেকে শিশু সামিউল নিখোঁজ হয়। সারাদিন খোঁজ করার পর পাওয়া না গেলে সবাই চিন্তিত হয়ে পরে। ২৩ জুন শুক্রবার পৌনে বারোটার দিকে বাড়ির পাশের নালার ভেতর থেকে শিশুটিকে মৃত উদ্ধার করে স্থানীয়রা।
শিশু উদ্ধার করার খবর পেয়ে ঘটনাস্থলে যান নলছিটি থানার অফিসার ইনচার্জ মু: আতাউর রহমান,নাচনমহল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহম্মদ কবির হোসেন।
শিশু সামিউল’র মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকার লোকজন জানান বর্ষা মৌসুমের কারনে খাল, বিল,নদী-নালায় পানি বৃদ্ধির কারনে প্রায়ই ঘটছে পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা। এই মৌসুমে মা সহ পরিবারের লোকজনদের বাড়ির শিশু সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হব।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST