ঝালকাঠিতে শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩

ঝালকাঠিতে শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে মধুমাস উপলক্ষ্যে আম উৎসব এর আয়োজন করা হয়েছে।

রবিবার (৯জুলাই) সকাল ১১টায় ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাট এলাকায় শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াস’র উপদেষ্টা ও সমাজসেবক হাসান মাহমুদ, ছবির হোসেন, ফিরোজ হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান মামুন, ইয়াসের সভাপতি আবির হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, সদস্য মেহেদি হাসান, শাহনাজ মুন, রোহান মল্লিক সহ অন্যান্য বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের উপদেষ্টারা তাদের বক্তব্যে বলেন, ইয়াস শিশু ও তরুণদের দক্ষতা বৃদ্ধি, শিশুদের মানুসিক বিকাশ সাধনে নানা আয়োজন করে থাকে। পাশাপাশি পরিবেশ ও সমাজের উন্নয়নে নানা আয়োজনের মাধ্যমে দেশের জন্য ভূমিকা রাখছে। এরই অংশ হিসেবে আজ শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে মধু মাস উপলক্ষ্যে আম উৎসব এর আয়োজন করা হয়। শিক্ষার্থীরা আম পাওয়ার পরে যে উচ্ছাস ও আনন্দ তাদের হাঁসি মাধ্যমে প্রকাশ পায় এই হাঁসিটাই আমাদের সদস্যদের আগামীতেও কাজ করতে অনুপ্রাণিত করবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest