নলছিটিতে ভাংগাচোরা রাস্তার দূর্ভোগ লাঘবে সেচ্ছাসেবীদের সাথে এগিয়ে এলেন প্রবাসী মামুন মল্লিক

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

নলছিটিতে ভাংগাচোরা রাস্তার দূর্ভোগ লাঘবে সেচ্ছাসেবীদের সাথে এগিয়ে এলেন প্রবাসী মামুন মল্লিক

ঝালকাঠি প্রতিনিধিঃ

নলছিটিপৌরসভারখোজাখালি-পুলেরহাট-শংকরপাশা-কাঠেরপোল সড়কটি দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হয়ে পরেছিলো।এলাকাবাসী বারবার সড়কটি সংস্কার করার দাবি জানালেও কর্তৃপক্ষ তা কানে তোলেনি।রাস্তাটির ৯ নং ওয়ার্ডের পুলেরহাট হয়ে শংকরপাশা যাওয়ার অনশটি বর্ষায় রাস্তাটিতে খানাখন্দ ও কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পরেছিলো।ইজিবাইক, ভ্যানগাড়ি, মোটরসাইকেল সহ অনেক যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটতো দূর্ঘটনা।

অবশেষে ৯নং ওয়ার্ডের দুবাই প্রবাসী মামুন মল্লিকের সহযোগিতায় সেচ্ছাসেবী বালী তাইফুর রহমান তূর্যর উদ্যোগে স্থানীয় ইজিবাইক চালক ও যুবকদের নিয়ে রাস্তাটি ইট ও বালি দিয়ে মেরামত করা হয়।

এসময় রাস্তাটি নিয়মিত ব্যবহারকারী শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন বলেন দীর্ঘদিন যাবত অবর্ননীয় কস্টে ভুগছিলাম আমরা।আমার পায়ে ব্যাথা থাকায় হেটে চলাচল করতে খুবই কস্ট হয় প্রতিদিন। অন্তত ভ্যানগাড়ি চলাচল করলেও চলতে পারতাম,রাস্তাটি মেরামতের কারনে এখন চলাচলে সুবিধা হবে।

রাস্তাটি ব্যবহারকারী ইজিবাইক চালক খলিল হোসেন জানান,রাস্তাটি দিয়ে
গোহালকাঠী,মালোয়ার,শংকরপাশা ও সূর্যপাশা গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন।কিন্তু খাদাখন্দের কারনে গাড়ি চলাচল মারাত্মক ঝুকিপূর্ণ হলেও বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে প্রতিদিন চলতে হয়।প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনায় পতিত হন।সবচেয়ে বেশি দূর্ভোগ হয় রোগী পরিবহনে, হাতে হাতে ছাড়া কোনোভাবেই চিকিৎসা করাতে নেয়া যায় না।এ যে কি দূর্ভোগ তা বলে বোঝানো যায় না।

সেচ্ছাসেবী নিয়ে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া স্থানীয় যুবক বালী তূর্য বলেন, রাস্তাটি দিয়ে দিয়ে চার গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন । শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করতে হয়।কর্তৃপক্ষ কোনো কর্নপাত না করায় বাধ্য হয়েই আমরা নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।সামনে আসন্ন জাতীয় নির্বাচনে মানুষ এই রাস্তা দিয়েই ভোটকেন্দ্রে যাবে,সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও এই অবহেলিত জনগোষ্ঠীর কপালে অনেক কিছুই জোটে নি।তাই আসন্ন নির্বাচনের আগে রাস্তাটি সম্পূর্ণ নতুন করে সংস্কারের দাবি জানান।এছাড়াও তিনি দুবাই প্রবাসী মামুন মল্লিক ও সেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানান,যখন কেউ কথা রাখে নি তখন এগিয়ে এলেন প্রবাসী মামুন মল্লিক ও সেচ্ছাসেবী ভাইয়েরা।

এর আগেও গত বুধবার নলছিটি পৌরসভার মাটিভাংগা-পাওতা সড়কের ভাংগা অংশ সংস্কার করেন বালী তূর্যর সেচ্ছাসেবীরা ও সাংবাদিক মুনিরুজ্জামান মুনির। সেই স্থানটি প্রায় দশ দিন ভেংগে প্রায় বিচ্ছিন্ন হয়ে থাকলেও যখন কেউ সংস্কার করেনি।
তখনো স্বেচ্ছাসেবী সংগঠনের যুবকরা ও মামুন মল্লিক এগিয়ে গিয়েছিলেন।সেই রাস্তাটিও এখন যানবাহন চলাচল করতে পারছে।
আজ শনিবার বিকেলের মধ্যে রাস্তাটির সংস্কারের কাজ শেষ হবে বলে আশা বাদ ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের বালী তাইফুর রহমান তূর্য।

এ ব্যাপারে নলছিটি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মানিক কে ০১৭২৮২৫৪০৩৩ নম্বরে ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest