ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৪ জন নিহত হয়েছে। সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে শনিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্তত ৩০ জন, এদের মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বাসার সৃতি নামের বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিলো।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলো পথিমধ্যে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌছলে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দৌড়াদৌড়ি করে উদ্ধারের চেষ্টা চালায়। ইতিমধ্যে ফায়ারসার্ভিস ও থানা পুলিশের দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হলেও এরমধ্যে ২৪ জন যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। পরবর্তীতে আরো চার জন যাত্রী নিহত হয়।নিহতদের পরিচয় এখনও জানা যায় নি। গাড়িটিকে উদ্ধার করছে জেলা পুলিশের উদ্ধারযন্ত্র, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা
সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে যায়।তাদের মধ্যেও মুমুর্ষ কয়েকজনকে দেখা গেছে। গাড়ীর ভিতরে কি পরিমাণ লোক আটকে আছে তা ধারণা করা যাচ্ছে না।দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানায়, বাস দূর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৪জন নিহত হয়েছে।আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST