বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ২৫ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় সেখানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী।

পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ হাসান মোঃ শওকত আলী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ নূরুল আলম, এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল, মোঃ আসাদুজ্জামান জেলা মৎস্য কর্মকর্তা বরিশালসহ মৎস্য কর্মকতার ও মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় জাতীয় মৎস্য সপ্তাহ ২৪ থেকে ৩০ জুলাই এর তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বরিশাল জেলায় ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরন, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। পরিশেষে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest