বরিশাল সদর উপজেলা মডেল মসজিদ ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

বরিশাল সদর উপজেলা মডেল মসজিদ ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
আজ ৩০ জুলাই রবিবার সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে বরিশাল জেলা সদরসহ দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা প্রশাসন বরিশাল সদরের আয়োজনে বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন হাসান মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গণপূর্ত বরিশাল সাকেল মানিক লাল দাস, পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর তরিকুল ইসলাম, চেয়ারম্যান চরবাড়িয়া ইউনিয়ন মাহতাব হোসেন সুরুজ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, ইমাম মোয়াজ্জেমসহ প্রমুখ।

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে ইমাম প্রশিক্ষন কেন্দ্র, মৃত ব্যাক্তিদের গোসলের স্থান, ওজুখানা, পুরুষ ও মহিলাদের আলাদা নামাজের স্থান, প্রতিবন্ধীদের নামাজের স্থান, ইসলামিক ফাউন্ডেশনের অফিসকক্ষ, ডাইনিং রুম ও কিচেন রুমসহ বিশাল সভা কক্ষ। সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায় এরিমধ্য ২০০টি মডেল মসজিদ পূর্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেছেন। আজ সারাদেশে ৫ম পর্যায়ে আজ ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। আজ বরিশাল সদর উপজেলার, চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন সদর উপজেলা মডেল মসজিদসহ বরিশাল জেলায় ইতিমধ্যে ২ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest