স্বেচ্ছাসেবী সংগঠন মাসেযুসের আহবানে অসহায় রোগীদের পাশে হৃদয়বান ব্যাক্তিরা

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

স্বেচ্ছাসেবী সংগঠন মাসেযুসের আহবানে অসহায় রোগীদের পাশে হৃদয়বান ব্যাক্তিরা

ঝালকাঠি প্রতিনিধি:

মানবতার সেবায় যুবসমাজ(মাসেযুস) একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে ৩ জন অসহায়কে চিকিৎসা সহায়তা দেওয়ার উদ্যোগ নেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য এবং সকল সদস্য দাতাগন।

যার মধ্যে একজন দীর্ঘ ৪ বছর ক্যান্সারে আক্রান্ত যিনি নলছিটি নূরানি মাদ্রাসার শিক্ষক ও হাসপাতাল মসজিদ এর মুয়াজ্জিন ছিলেন।ভৈরব পাশা ইউনিয়নের মাসেযুস পরিবারের এডমিন মোঃ মারজান খানের নেতৃত্বে তাকে নগদ ১০,০০০/- চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল এ একজন অসহায় মা দীর্ঘদিন হসপিটালের ছিলেন এখন বর্তমানে তার বাবার বাড়ি সুবিখালি, মির্জাগঞ্জ আছেন।
তার একটি পা পচে গেছে অপারেশন করে কেটে ফেলা হয়েছে। তার কোন সন্তান বা নিজের কোন ছেলে / মেয়ে নাই। তার ভাইয়ে মেয়ে আপাতত তাকে দেখা শোনা করে।
বরিশাল মাসেযুস পরিবারের এডমিন আজমির সাকিবের নেতৃত্বে অসহায়ের মায়ের জন্য নগদ ৫০০০/- টাকা সহায়তা পৌছে দেওয়া হয়।

ক্যান্সার আক্রান্ত নির্মল হাওলাদার ( খুদিরাম বাবু) রানাপাশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক (অব.) নির্মল হাওলাদার (দুখিরাম বাবু)ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং ডায়াবেটিক ফুট আলসার রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসায় জন্য বারডেম জেনারেল হাসপাতালে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তার একটি পায়ের তলা ও আঙ্গুল ড্যামেজ হয়ে গিয়েছে। যা অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হচ্ছে। তার এই ব্যায়বহুল চিকিৎসা খরচ চালানো ঐ পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই এই অসহায় নির্মল বাবুর পাশে রানাপাশা ইউনিয়ন মাসেযুস পরিবারের এডমিন সিয়াম সাগর এর নেতৃত্বে নগদ ৫০০০/- পৌছে দেওয়া হয়েছে।

মানবতার সেবায় যুবসমাজ ( মাসেযুস) পরিবার দীর্ঘদিন পর্যন্ত অসহায় মানুষের পাশে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য এবং সদস্য দাতাদের সহযোগিতা নিয়ে ৩ অসহায় পরিবারের পাশে দাড়ানোর উদ্যোগ নেওয়া হয় সরাসরি (ঢাকাস্থ + প্রবাসী মাসেযুস বরিশাল) গ্রুপের মাধ্যমে কার্যক্রম পরিচালিত করা হয়েছে। মানবতার সেবায় যুবসমাজ ( মাসেযুস) সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান স্বাধীন এই বিষয়ে জানান, মাসেযুস পরিবার একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।
যেখানে যুবক শক্তি, অন্যায়ের বিরুদ্ধে এবং সমাজের কল্যানে কাজ করবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest