মেহেন্দিগঞ্জের চাঁনপুরে অরিন সমবায় সমিতির অফিসে হামলা লুটপাট

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩

মেহেন্দিগঞ্জের চাঁনপুরে  অরিন সমবায়  সমিতির অফিসে হামলা লুটপাট

স্টাফ রিপোর্টার

মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের মান্দারতলী বাজারে অরিন সমবায় সমিতির কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসীরা।

শুক্রবার (১ ডিসেম্বর )দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ।

অরিন সমবায় সমিতির মালিক খাইরুল বাশার পল্টু জানান, রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটাতে চরএকরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, সন্ত্রাসী রিপন জমদ্দার তার দলবল নিয়ে আমার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাংচুর করে এবং টিভি,সোলার ,নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন জানান অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান খাইরুল বাশার পল্টু।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest