সহানুভূতি

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

সহানুভূতি

রিক্সা ওয়ালা রিক্সা ওয়ালা

ক্ষুধায় কষ্ট পাও,

টিফিন বক্সে আছে খাবার

যদি তুৃমি খাও।

রোদে পুড়ে বৃষ্টি ভিজে

কত কষ্ট করো

বড় হয়ে চাকরি দেব

একটু ধৈর্য ধরো ।

 

ফজিলাতুন্নেছা

শিক্ষক


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest