ঢাকা ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৭ম বছর পূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার (১২ফেব্রুয়ারী) বিকেল চারটায় প্রেসক্লাব মধুপুর মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রেসক্লাব মধুপুরের সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: আ: হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ঠ কবি ও লেখক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নজরুল একাডেমীর সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক মো: আবুবকর সিদ্দিক, বক্তারা সাংবাদিকদের সমাজের বিবেক হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি, সমস্যা, সম্ভাবনা তুলে ধরে দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করেন। তাদের কাজে অনেক সময় বাধা হয়ে দাঁড়ান অনেকে,আবার অনেক সময় প্রভাবিত হয় প্রশাসন ও পুলিশ। তবে সবকিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই সাংবাদিকদের কাজ। একটি পত্রিকার একটি সংবাদেই উপকৃত হতে পারেন সমাজের অসহায় মানুষ। পাল্টে যেতে পারে উন্নয়নের চিত্র। তাই সাংবাদিক ও পত্রিকাকে সততা ও নিষ্ঠার সাথে তাদের কাজ করে যেতে হবে। বক্তারা দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব মধুপুরের সহ সভাপতি আকবর হোসেন, সাধারন সম্পাদক বাবুল রানা, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক সাইফুল ইসলাম, মতিয়ার রহমান,সোহেল রানা, জুয়েল স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া স্থানীয় সকল সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটেন দৈনিক আমার সংবাদ পত্রিকার মধুপুর উপজেলা প্রতিনিধি মো: আ: হামিদ ও আমন্ত্রিত অতিথি বৃন্দরা। পরিশেষে একটি র্যালি মধুপুর শহর প্রদক্ষিণ করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST