মধুপুরে অবৈধ স্হাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালিত

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

মধুপুরে অবৈধ স্হাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালিত
শহিদুল ইসলাম সোহেল ময়মনসিংহ ব্যুরো:- টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে অবৈধ স্হাপনা উচ্ছেদে এক যৌথ অভিযান পরিচালিত হয়। আজ বৃহস্পতিবার সকাল দশটায় এ অভিযান শুরুহয়ে টানা দুপুর দুইটা পর্যন্ত চালানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা,এসিল্যান্ট(ভূমি)এবং মধুপুর সার্কেল অফিসার এর নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল, সেকেন্ড অফিসার জোবাইদুল ইসলাম সহ আরও অনেকে। এসময় মধুপুরে বিভিন্ন অবৈধ স্হাপনা উচ্ছেদ ও অবৈধ দখলদারদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, মধুপুর কে অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত এবং পরিচ্ছন্ন করার জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে।ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে। মধুপুর সার্কেল অফিসার এএসপি কামরান হোসেন বলেন,মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মধুপুর কে একটি সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।সে ধারাবাহিকতায় আজকের এ অভিযান পরিচালিত হচ্ছে।এটা চলমান থাকবে এবং এই কাজে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানা।মধুপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, মধুপুরের আইন শৃঙ্খলা ও পরিবেশের ভারসাম্য সুন্দর করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest