উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে হবে – কৃষিমন্ত্রী

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে হবে – কৃষিমন্ত্রী
মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল : কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উন্নত বাংলাদেশের চালিকাশক্তি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার প্রধান দায়িত্ব শিক্ষকদের। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, শিক্ষকতা হচ্ছে মহান পেশা। এ পেশার সম্মান ধরে রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা ও পারিপার্শিক উন্নয়নে কাজ করছে। মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় শিক্ষক সমিতির সভাপতি এডভোকেট মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন। এ সময় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল কামরান হোাসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীব আল রানা, মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest