দিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে বাউফলে প্রতিবাদ সমাবেশ।

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

দিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে বাউফলে প্রতিবাদ সমাবেশ।
এনামুল হক বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: দিল্লিতে মুসলমানদের ওপর হামলার এবং হত্যা প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তৌহদি জনতা। আজ শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত ওই প্রতিবাদ মিছিলে বাউফল পৌরসভার বিভিন্ন মসজিদের কয়েক শত ধর্মপ্রান মুসল্লিরা অংশ গ্রহন করেন। মিছিলটি গোলাবাড়ী শাহী মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে শাহী মসজিদের খতিব মাও.আব্দুর রহমান,আল মদিনা মসজিদের খতিব মাও. আল আমিন, জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, নয়াদিগন্তের আসাদুজ্জামান সোহাগ বক্তব্য রাখেন। এ সময়ে বক্তারা বাংলাদেশের প্রশাসনের মাধ্যমে ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদির কাছে অবিলম্বে মুসলমানদের ওপর হামলা, মসজিদে আগুন দেয়া ও ঘরবাড়ি পোড়ানো বন্ধের আহবান জানান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest