ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
গোলাম মোস্তফা খান,খুলনাঃ গত ২৪ ঘন্টায় কেএমপির মাদকবিরোধী অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ছয় অাসামীকে গ্রেফতার করা হয়।
কেএমপি মিডিয়া উইং প্রধান ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( সদর) কানাই লালা সরকার জানান,গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ খোকন ফরাজী(৫৪), পিতা-মৃতঃ ওয়াহেদ ফরাজী, সাং-রেলওয়ে পানির ট্যাংকি, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিসের পার্শ্বে, থানা-খুলনা সদর; শাওন শেখ(২০), পিতা-কবির শেখ, সাং-আমদাবাধ, থানা-রূপসা, জেলা-খুলনা; মোঃ আলামিন হোসেন(২৫), পিতা- মোঃ শাহাদাৎ হোসেন, সাং-বাসা নং এন/আর-৭৫/৭৬, দূর্বার সংঘ ক্লাব রোড নয়াবাটি, থানা- খালিশপুর; মোঃ ফাহিম(২০), পিতা-মৃত আহাম্মদ উল্লা, সাং-বিএমপি বাজারের দক্ষিণ পাশে, ৭ নং ওয়ার্ড, ইউনিয়ন-সৈয়দপুর, থানা-দৌলতখান, জেলা-ভোলা, এ/পি সাং-এনসি-৫, খালিশপুর পিপলস্ জুট মিলস্ ৫ তলা কলোনী, থানা-খালিশপুর; মোঃ রফিকুল @রাজু(২৪), পিতা- মৃতঃ রবিউল ইসলাম, সাং-বাবুস সালাম মসজিদের সামনে, বাসা নং-এন/এইচ-১১৭, রোড নং-২৮, হাউজিং এস্টেট পুরাতন কলোনী, থানা- খালিশপুর এবং মোঃ আল আমিন হাওলাদার(২৫), পিতা-আব্দুল কাদের হাওলাদার, সাং-মহেশ্বরপাশা রানার মাঠ, মান্নান সাহেবের বাড়ির পাশে, থানা-দৌলতপুরদের কে খুলনা মহানগর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।তাং ২৫/৭/২০
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST