ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
গোলাম মোস্তফা খান,খুলনা।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দাকোপে আওয়ামীলীগ ও সহযোগিতা সংগঠনের উদ্যোগে আলোচনাসভা,দোয়া মাহফিল গরীবের মাঝে ভোজবিতরন করা হয়ে। ডাকবাংলা মোড়ে দলীয় কার্যালয়ে অসিত বরন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক ছাত্রনেতা এ্যাডঃজিএম কামরুজ্জামান,গোলাম মোস্তফা খান, খান,শেখ যুবরাজ,আওয়ামীলীগনেতা ড.অচিন্ত্য কুমার মন্ডল,সনজয় মোড়ল,সাব্বির আহমেদ,দেব প্রসাদ গাইন,শাহাবুদ্দিন গাজী,সমরেশ রায়,শিবেন্দ্রপ্রসাদ রায়,অচিন্ত্য সাহা,দীপঙ্কর বৈদ্য,তন্ময় সরকার,মাখন চক্রবর্তী,কোমলেশ বাদাড়,অমিত সাহা,দেবানন্দ মন্ডল প্রমুখ। সভা শেষে গরীব শ্রেণীর মানুষের মাঝে ভোজ বিতরন ও সকলকে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও জেলা যুবলীগ সদস্য আফজাল হোসেন খান। নেতৃবৃন্দ বক্তৃতায় বলেন শোক দিবসে এবার শফত নিতে হবে যে ত্যাগিনেতা কর্মীদের মুল্যায়ন না করে নতুন নতুন হাইব্রীডদের নিয়ে দল চালাানোর আর চেষ্টা চলতে থাকলে কঠিন কর্মসুচির মাঝে কেন্দ্রীয় নেতাদের বুঝিয়ে দেওয়া হবে। একজন্য তৃন্যমুল নেতাকের্মীদের প্রস্তুত থাকার জন্য বলা হয়ে। ১৫/৮/২০২০
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST