আর কত বয়স হলে ভ্যানচালক কিনু শেখ বয়স্কভাতা পাবে

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

আর কত বয়স হলে ভ্যানচালক কিনু শেখ বয়স্কভাতা পাবে

গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা।
কিনু শেখ (৮০)পিতা কিরাম শেখ গ্রাম পানখালি, ইউনিয়ন পানখালি,দাকোপ,খুলনা,তিনি একজন ভ্যানচালক। বয়স ৮০ ছাড়িযেছে এখনও বয়স্ক ভাতা পান না। ১৬/১৭ বছর যাবৎ ভাতার জন্য ঘুরে ঘুরে ভাতার ব্যবস্থা না হওয়ায় বর্তমানে উপজেলা চেয়ারম্যান এর মাধ্যমে কাগজ জমা দিয়ে সমাজসেবা অফিসে এসে প্রায়ই খোঁজখবর নিতে দেখা যায়।

ছবিতে দেখা যাচ্ছে কিনু মিয়া ভ্যান চালানোর ফাঁকে অন্যান্য দিনের ন্যায় সমাজসেবা অফিসসংলগ্ন বাগানে বসে আছেন।কিনতু শেখ জানান বছরের পরে বছর মেম্বর দের অনেক বলেছি কেউ কখনও আমার জন্য ভাতার ব্যবস্থা করে দেয়নি, দেখি এবার কি হয়ে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest