ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০
গোলাম মোস্তফা খান। খুলনা।
খুলনার দাকোপ উপজেলা সদর চালনা পৌর এলাকা ও সদর ইউনিয়ন পানখালির বেশ কয়েকটি ভাংগন কবলিত স্থানে কখনও স্থায়ী ও শক্ত বাঁধ না দেওয়ায় বর্তমানে ভাংগনের ভয়াবহ রুপ ধারন করেছে। বিশেষ করে চালনা মেরিনের কাছে, খোনা, পানখালী খেয়াঘাট ও প্রাইমারী স্কুলের কাছে,জাবেরের খেয়াঘাট, মৌখালী,লক্ষ্মীখোলা সহ ১৩/১৪ টিকে স্থান। এ মৌসুমে শক্ত বাধের ব্যাবস্থা না হলে পানখালি ইউনিয়ন চালনা বাজার ও তিলডাংগা ইউনিয়ন অর্থাৎ ৩১ নং ফোল্ডারটি পুরাই ঝুঁকির মাঝে পড়ে আছে বলে সকলের মতামত।
এমনি অবস্থা বিরাজ করায় হাজার হাজার মানুষ আতঙ্কে দিনাতিপাত করছে। সম্প্রতি কেন্দ্র্রীয় আওয়ামীলীগের প্রভাবশালি নেতা মাহবুবুল আলম হানিফ এমপি সাহেব দাকোপ সফর আসলে দাকোপ উপজেলা চেযারম্যান ও জেলা আওয়ামীলীগনেতা মুনসুর আলি খান নেতার সাথে এ বিষয় আলাপ করলে জানান বিষয়টি আমার নলেজে আছে, আবারো স্মরন করিয়ে দিবেন ৩১ নম্বরে কাজ হবে। এসময় এরা কার বেশ কযেকজন জনপ্রতিনিধি ও আওয়ামীলীগনেতারা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST