ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
গোলাম মোস্তফা খান দাকোপ,খুলনা।
দাকোপ টু খুলনা ভায়া বটিয়াঘাটা যাতায়াতের একমাত্র বরন পাড়া পানখালী খেয়াঘাট পারাপার। এ নদীতে ব্রীজের দাবী যুগের পরে যুগ। খুলনা জেলার ৪টি উপজেলা দাকোপ,কয়রা,পাইকগাছা ও বটিয়াঘাটা লক্ষ লক্ষ মানুষের পারাপারের একমাত্র এ নদীতে ব্রীজ না হওয়ায় প্রতিদিন যাত্রীদের দিনরাত এভাবে জীবনের ঝুকি নিয়ে গাদাগাদি অবস্থায় পারাপার হতে হচ্ছে।
এত বড় দুর্ভোগ দেখার কেউ নেই সাধারন মানুষের এমন মন্তব্য প্রতিদিন। ছবিটি ১৪ সেপ্টেম্বর সোমবার বেলা ২.৩৫ মিঃ এ তোলা।
দা’কোপ,খুলনা। ১,৫/৯/২০
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST