মাদক ব্যবসায় পিছিয়ে নেই শিশুরা, শার্শায় ফেনসিডিল সহ কিশোর বহনকারী আটক

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

মাদক ব্যবসায় পিছিয়ে নেই শিশুরা, শার্শায় ফেনসিডিল সহ কিশোর বহনকারী আটক

এসএম স্বপন, যশোর অফিসঃ যশোরের শার্শায় ৮০ বোতল ফেনসিডিল সহ শাহিন হোসেন (১৪) নামে এক কিশোর মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার রাড়িপুকুর এলাকা থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

 

আটক শাহিন কলারোয়া থানার গয়ড়া গোয়াল বাতান গ্রামের আঃ আলিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে বাগআঁচড়া রাড়ীপুকুর ময়নার বটতলার কাছে গয়ড়া থেকে বাগআঁচড়া মুখি আসা একটি নসিমনের গতি রোধ করা হয়। এসময় শাহিন তার কোলে থাকা প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়। পরে তার বস্তা তল্লাশী করে বস্তার ভিতর থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest