ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
তবে বরাবরের মতো এবারও ধরা-ছোয়ার বাইরে রয়েছে মাদক ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রামে বাগে এ জান্নাত মাদ্রাসার পাশে শাহাজানের বাড়ির পিছন থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের বড়আঁচড়া গ্রামের বাগে এ জান্নাত মাদ্রাসার পাশে শাহাজানের বাড়ির পিছনে অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শার্শা-বেনাপোলের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় প্রতিদিনই মাদকের চালান আটক হলেও, ধরা-ছোয়ার বাইরে থেকে যান প্রকৃত মাদক ব্যবসায়ীরা। ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন স্থানীয়রা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST