ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ বেনাপোল বর্ডারের ওপারে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় শুরু হয়ে বিকাল ৫ টার সময় অনুষ্ঠানটি শেষ হয়।
এসময় বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবি ৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, একই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলামসহ ৪ সদস্য।
আর ভারতের পক্ষে ছিলেন, বিএসএফ ১৭৯ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল অরুণ কুমার সহ ৪ সদস্য।
আইসিপি ক্যাম্প সূত্রে জানা যায়, সীমান্ত ঘেঁষে ভারতীয় ইমিগ্রেশন ভবন নির্মাণ, মাদক, অস্ত্র পাচারসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST