ভাংগনের কবলে খুলনার দাকোপ। ৩১ নং পোল্ডার।

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

ভাংগনের কবলে খুলনার দাকোপ। ৩১ নং পোল্ডার।

গোলাম মোস্তফা খান, খুলনা দাকোপের ৩১ নম্বর পোল্ডারের গত প্রায় এক মাস যাবৎ ভয়াবহ ভাংগনের কবলে পড়েছে। সরকারি বরাদ্দ না থাকায় মানুষ আতঙ্কের মধ্যে দিনরাত কাটাচ্ছে। আর স্বেচ্ছা শ্রমের মাধ্যমে শিশুরা পর্যন্ত কাজ করছে। আর এলাকার জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান মুনসুর আলি খান,ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, মেম্বর ভাংগনস্থল শুধু পরিদর্শনই করছেন তবে কোন বরাদ্দের কথা বলতে পারছে না। সুতরাং কাজের কাজ তেমন কিছুই হচ্ছেনা বলে গ্রাবাসিদের অভিযোগ। পানখালির ভাংগন রোধ করা সম্ভব না হলের হাজার হাজার একর জমির ফসল ও বাড়িঘর পানিতে ভেসে যেতে পারে বলে সকলের ধারনা।
খুলনা,তাং ২০/৯/২০


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest