ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় ১৫০ বোতল ফেনসিডিল ও একটি পিকআপ সহ শেখ সোহাগ হোসেন (২৩) নামে এক চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে উপজেলার বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
আটক সোহাগ যশোর কোতয়ালী থানার ভায়না গ্রামের শেখ মনির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে বাগআঁচড়া গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে একটি পিকআপ সহ তাকে আটক করা হয়।
পরে পিকআপে বিশেষ কায়দায় লুকানো ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST