ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
গোলাম মোস্তফা খান খুলনা। সুন্দরবনের দুবলার চরে শতবছরের ঐতিহ্যবাহী রাশমেলার উৎসব এ বছর বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র ধর্মীয় পুজা ও পূন্যস্নাণ অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।এক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরা এবার রাশমেলা উপলক্ষ্যে সুন্দরবনের দুবলার চরের ধর্মীয় অনুষ্টানে যেতে পারবেন।রাশ পূর্নিমা উপলক্ষ্যে ২৪নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুবলার চরে পর্যটক ভ্রমন বন্ধ থাকবে।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেয়া হয়, রাশমেলার পূজা ও পূন্যস্নাণে সনাতন ধর্মাবলম্বীরা দুবলার চরে যেতে যেসব ট্রলার ও বোট ব্যবহার করবে সেখানে মুসলিম ও অন্যধর্মের লোকজান থাকলেও তাদেরকে বনবিভাগ অনুমোদন দিবেন। এছাড়া প্রতিবছর দুবরার চরের রাশমেলার পূজা ও পূন্যস্নাণে সুন্দরবনের আটটি রুট ব্যবহার করা হলেও এবার মাত্র ৬টি রুট ব্যবহার করতে পারবেন। এছাড়া ১নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশী-বিদেশী পর্যটকদের জন্য সুন্দরবন ভ্রমন উন্মুক্ত করা হলেও রাশমেলার পূজার জন্য ২৪নভেম্বর থেকে ৩০নভেম্বর পর্যন্ত দুবলার চর এলাকায় দেশী-বিদেশী পর্যটকদের জন্য ভ্রমন নিষিদ্ধ থাকবে
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST