ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
গোলাম মোস্তফা খান,দাকোপ : ফ্রান্স সলকারের পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনীর প্রতিবাদে দাকোপ উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জোহর নামাজ বাদ উপজেলা সদর চালনা হেড কোয়ার্টার জামে মসজিদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওঃ অজিহুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম বিন হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ইমাম পরিষদের সহসভাপতি মুফতী শফিউল্লাহ, মুফতী আহসান হাবীব, সহসাধারণ সম্পাদক মাওলানা তাবারক হুসাইন, মুফতী মুস্তাফিজুর রহমান, মুফতী ইকরামুল ইসলাম, মুফতী ইকবল হুসাইন, মাওলানা আতিকুর রহমান, আলহাজ্ব দাউদ আলী, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা ইমরান হুসাইন, মাওলানা আঃ সাত্তার, মুফতী ইব্রাহীম হুসাইন, জি এম আজিজুল হক, মাওলানা ফয়জুল্লাহ, হাফেজ শাহ আলম মীর, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা আবুল হাসান, আলহাজ্ব ইমদাদুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা মহানবীর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের জন্য ফ্রান্সের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাশের দাবী জানিয়ে ফ্রান্সের সকল পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
সমাবেশে দাকোপের ৯ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা হতে হাজার হাজার মানুষ মিছিল সহকারে যোগদান করে।সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল চালনা বাজার প্রদক্ষিন শেষে একই স্থানে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST