গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা।
আজ শনিবার থেকেই মিছিল,মাইকে প্রচার বেশ জমে উঠেছে,চালনা শহর,গ্রামে পোষ্টারের পোষ্টারের ছেয়ে গেছে। সন্ধা থেকে বাজারে বাজারে শীতের খাবারের ধুম পড়ে যায় প্রার্থীদের টাকায়। খাওয়া দাওয়া বেশ কয়েকদিন আগে থেকে শুরু হলেও প্রচার,মিছিল জোরে সজোরে শুরু হয়েছে আজ ১২ ডিসেম্বর শনিবার থেকেই। মেয়র ২ প্রার্থীর বক্তৃতায় বিষোদগার চলছে সেই প্রথম থেকেই।
এ বিষয় বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খান, প্রার্থী অচিন্ত্য মন্ডলকে দোষারোপ করেছে,আর অচিন্ত্য কুমার মন্ডল নৌকার প্রার্থী সনত কুমার বিশ্বাসকে আর সনত কুমার বিশ্বাস সতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার মন্ডলকে পরস্পর দোষারোপ করে বক্তৃতা করে চলেছেন বলে ৩ মেয়র প্রার্থী সহ ভোটারদের অভিযোগ। বিএনপির প্রার্থী আবুল খয়ের খান এখনও অসুস্থ্য অবস্থায় খুলনা গাজি মেডিকেলে চিকিৎসাধীন। উনার কর্মীরা মাঠে কাজ করছেন বলে সরেজমিন ঘুরে দেখা যায়।
নৌকা প্রতিকের পক্ষেও দিবারাত্র কর্মীবাহিনী বাড়ি বাড়ি ঘরে ঘরে প্রচার করে চলেছে। এদিকে আজ শনিবার সতন্ত্ প্রার্থী অধ্যক্ষ অচিন্ত্য মন্ডলের জগ প্রতিকের পক্ষে মিছিল বের করে সমস্ত পৌর এলাকা প্রদক্ষিন করেন। আগামীকাল নৌকা প্রতিকের মিছিল হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য চালনা পৌরসভা নির্বাচনে একজন প্রভু (গোষাই)সহ ৪ জন প্রার্থী থাকলেও নৌকা,ধানেরশীষ ও সতন্ত্র জগ মার্কার মধ্যে প্রতিদন্ধিতা হবে বলে জোর আলোচনা চলছে। সব মিলিয়ে চালনা এখন সরগরম।
শেয়ার : ৫২৯