দাকোপ উপজেলার প্রথম এবং একমাত্র মহিলা অ্যাম্বাসেডর “ডরোথী পাটোয়ারী,,

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

দাকোপ উপজেলার প্রথম এবং  একমাত্র মহিলা অ্যাম্বাসেডর  “ডরোথী পাটোয়ারী,,

গোলাম মোস্তফা খান,
দাকোপ,খুলনা।

সম্প্রতি a2i কর্তৃক বাংলাদেশের খুলনা জেলার দাকোপ উপজেলার ICT4E অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি লাভ করেছেন ডরোথী পাটোয়ারী।
বর্তমানে তিনি দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে দীর্ঘ ১৬ বছর শিক্ষকতা করছেন।

তিনি শিক্ষক বাতায়নের একজন সক্রিয় সদস্য। এছাড়া কর্মজীবনে তিনি MMCD, BTT, Microsoft Innovative Educator Programs সহ বেশ কিছু সার্টিফিকেট অর্জন করেছেন।

ডিকেএসপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা,এই পেশায় দীর্ঘদিন সংযুক্ত আছি এবং a2i কর্তৃক বাংলাদেশের ICT4E অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি লাভ করায় অত্যন্ত গর্ববোধ করছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্যান্য সম্মানিত অ্যাম্বাসেডর স্যার দের সাথে দাকোপ এর একজন প্রতিনিধি হয়ে আমাদের উপজেলা কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এগিয়ে নিয়ে যেতে চাই”।

শিক্ষার প্রসারে নারীরা এগিয়ে যাচ্ছে। খুলনা জেলার প্রত্যন্ত এলাকা দাকোপ থেকে তিনিই প্রথম ও একমাত্র মহিলা অ্যাম্বাসেডর।

তার এই অসাধারণ অর্জনের জন্য দাকোপ খুলনা শিক্ষা পরিবারের (ডিকেএসপি) পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest