ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
গোলাম মোস্তফা খান,খুলনা। গল্লামারী থেকে ময়লাপোতা পর্যন্ত ভাড়া ছিল ৫ টাকা, সেই ভাড়া এখন নেওয়া হচ্ছে ১০ টাকা। সোনাডাঙ্গা থেকে গল্লামারীর ভাড়াও ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়া হচ্ছে। রূপসা ঘাট থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত ভাড়া ছিল ১০ টাকা সেখানেও ভাড়া বাড়ানো হয়েছে ৫ টাকা। সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে খুলনা মেডিকেল এবং বয়রা বাজার পর্যন্ত নতুন ভাড়া আদায় করা হচ্ছে ১০ টাকা। এছাড়া ২০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে দৌলতপুর থেকে কোর্ট এবং জেলখানা ঘাট পর্যন্ত।
গল্লামারী ও ময়লাপোতা মোড়ে বিভিন্ন ইজিবাইকে খুলনা ইজিবাইক শ্রমিক লীগের প্রস্তাবিত বর্ধিতভাড়ার একটি তালিকাও দেখা যায়। শহর বাসি এ বিষয় দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য কতৃপক্ষের নিকট দাবি জানাচ্ছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST