শোভনছড়িতে মুজিব শতবর্ষ উপলক্ষে টেপ-টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত:

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২১

শোভনছড়িতে মুজিব শতবর্ষ উপলক্ষে টেপ-টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত:

সাব্বির হোসেন সাকিব
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

“ক্রীড়ায় শক্তি,ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলার ১১ নং সুয়াবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তর্গত শোভনছড়ি ছায়ানীড় একতা সংঘ কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে টেপ-টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২১’র ফাইনাল খেলা,সংবর্ধনা,পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান ও আতসবাজি এবং নানা আয়োজনে শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

১৯ মার্চ শুক্রবার বিকেলে নয়াহাট বাজার সংলগ্ন মাঠে বিশিষ্ট সংগঠন ও অত্র সংঘের অন্যতম সদস্য মোঃ খালেদের সঞ্চালনায় ও আলোকিত সময় ডটকম অনলাইন নিউজের ব্যবস্থাপনা সম্পাদক ও সুয়াবিল আধুনিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য এম. নুরুল আলম নুরুর সভাপতিত্বে মুজিব শতবর্ষ উপলক্ষে টেপ-টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’র জমকালো ফাইনাল খেলার উদ্বোধন করেন ভূমি কর্মকর্তা ও সুয়াবিল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক শিক্ষানুরাগী সদস্য ফয়জুল ইসলাম বাচ্চু।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়াবিল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শহিদুল আজম শহিদ। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ক্রিড়ানুরাগী মোহাম্মদ মহসিন। এতে সংবর্ধিত অতিথি ছিলেন পশ্চিম শোভনছড়ি জে এম সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হাবিব উল্লাহ।বিশেষ অতিথি ছিলেন মোঃ সাইফুল ইসলাম তালুকদার,সাংবাদিক আনোয়ার হোসেন ফরিদ,মিন্টু চৌধুরী, সালাউদ্দিন পাভেল, ইউপি সদস্য মোঃ হামিদুর রহমান, সানুমং মার্মা, মোঃ এরশাদ, মোঃ রাশেদুল্লাহ,মোঃ মামুন, আবুল হাসেম,রহিম বাদশা, মোঃ জাবেদ,ওথাইং মার্মা প্রমুখ।

বক্তব্যে অতিথিরা বলেন শোভনছড়ি ছায়ানীড় একতা সংঘের আয়োজনে এই টুর্নামেন্টের কারণে যুবকরা সমাজকে মাদক মুক্ত রাখতে সাহায্যে করবে,খেলাধুলা শুধু সুস্থতা নয়,সুখও দেয়। খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে।সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর,পরিশালিত।তাছাড়া জাতীয় অঙ্গনে সমাজের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ভূজপুর সিংহরিয়া ওয়ারিয়র্স ক্রিকেট একাদশ বনাম বারমাসিয়া সবুজ ছায়া একতা সংঘ ক্রিকেট একাদশ।

উক্ত খেলা পরিচালনা করেন অভিজ্ঞ দুই আম্পায়ার
মোঃ ইলিয়াস ও মোঃ মনজুরুল ইসলাম।

বারমাসিয়া সবুজ ছায়া একতা সংঘ ক্রিকেট একাদশকে ৩০ রানে হারিয়ে ভূজপুর সিংহরিয়া ওয়ারিয়র্স ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

দর্শকদের সুন্দর খেলা উপহার দেওয়ায় ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন মোঃ মিনহাজ ,ম্যান অব দ্যা টুর্নামেন্ট মোঃ ওসমান।
শোভনছড়ি ছায়ানীড় একতা সংঘের অন্যতম সদস্য ও তরুণ সংগঠক মোঃ তারেকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উক্ত ফাইনাল খেলা সুসম্পন্ন হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest