চট্টগ্রাম ব্যুরো:
২০/৩/২১ ইং
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশাল আনন্দ র্যালির আয়োজন করেছে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ।২০ মার্চ শনিবার বিকেলে আনন্দ র্যালিটি উপজেলা আওয়ামী লীগ’র দলীয় কার্যালয় থেকে শুরু করে বিবিরহাট বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় দলীয় কার্যালয়ে মিলিত হয়।আনন্দ র্যালি পরবর্তী সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলামুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি,উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পিয়ারুল ইসলাম,উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু তালেব চৌধুরী,উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম,জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র ইসাইল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহনেওয়াজ,সমিতিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তসলিম বিন জহুর, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক,সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সবুজ,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বশর,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বোরহান আহমেদ,কার্যনির্বাহী সদস্য জানে আলম,হোসেন শহীদ জাফর আলম,উপজেলা ভাইস-চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন,নানুপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাহেদুল আলম শাহেদ,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাঈনুল করিম সাউকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন,সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান রুপুসহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার : ৭৭০