ফটিকছড়িতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

ফটিকছড়িতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

সাব্বির হোসেন সাকিব
ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ সোমবার বিকালে ফটিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর সঞ্চালনায়,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম। প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা।

এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে ফটিকছড়ি হতে স্থানপ্রাপ্ত সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম ও আফতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ হারুন, কার্যনির্বাহী সদস্য ইউপি চেয়ারম্যান রুম্তম আলী, পৌর মেয়র ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, বখতিয়ার সাঈদ ইরান, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, আখতার উদ্দীন মাহমুদ পারভেজ ও মঞ্জুর মোরশেদ ফিরোজ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাজিয়া মাসুদ, রোসাংগিরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম, ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রায়হান রুপু।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে বরেণ্য শিল্পীরা গান পরিবেশন করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest