দুইদিন ঘরের বাইরে যেতে পারবেন না টাইগাররা

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১

দুইদিন ঘরের বাইরে যেতে পারবেন না টাইগাররা

সামনে নিউজিল্যান্ড সিরিজ। কিউইরা আসছে আগামী ২৪ সেপ্টেম্বর। দুই দলের বায়ো-বাবল শেষে ১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে কেন্দ্র করে স্কোয়াডে থাকা সকল ক্রিকেটারদের জন্য আজ ও কাল হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক। এ দুই দিন ক্রিকেটাররা ঘরের বাইরে যেতে পারবে না। তাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আজ ছিল একদম নীরব।

২৪ আগস্ট সকালে হোটেলে উঠবে বাংলাদেশ দল। পরিবারের সাথে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করা অলরাউন্ডার সাকিব আল হাসানও দেশে ফিরবেন এদিন সকালে। এরপর দলের সঙ্গে হোটেলে যোগ দিবেন তিনি।

একই দিন দুপুরে হোটেলে উঠবে সফরকারী নিউজিল্যান্ড। এরপর সেখানে কোয়ারেন্টিনে থাকার পর ২৭ তারিখ থেকে দুই দল অনুশীলন করার সুযোগ পাবে পরের ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


alokito tv

Pin It on Pinterest