শেষটা রাঙাতে পারলেন না টেইলর

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

শেষটা রাঙাতে পারলেন না টেইলর

১৭ বছরের লম্বা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে শেষবার ব্যাট হাতে নামলেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেইলরও। ইনিংসটা লম্বা হয়নি, মাত্র ১৪ মিনিটে, বল খেললেন ১২টি, যা থেকে রান আসে ৭টি।

মাঠের মধ্যে সতীর্থরা দুই পাশে দাঁড়িয়ে ব্যাট উঁচু করে তাকে গার্ড অব অনার দেন। সবার সঙ্গে হাত মেলান ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবিরনিও তার দলকে নিয়ে হাততালি দিয়ে অভিবাদন জানান।

বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করা জিম্বাবুয়ের ইনিংসের তৃতীয় ওভারে স্ট্রাইকে যেতে পারেননি টেইলর। চতুর্থ ওভারে জশ লিটলের প্রথম দুই বল ডট। তৃতীয় বলে সেকেন্ড স্লিপ দিয়ে বাউন্ডারি হাঁকান। ঝড় শুরুর ইঙ্গিত দেন। কিন্তু লিটলের ভয়ঙ্কর সুইংয়ে তার মিডল স্টাম্পে বল আঘাত করে। তাই শেষটা আর রাঙাতে পারলেন না টেইলর।

ওয়ানডেতে দেশের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারকে ছোঁয়া হলো না টেইলরের। এই ফরম্যাটে ৬৬৮৪ নিয়ে দ্বিতীয় সেরা ব্যাটসম্যান হিসেবেই ক্যারিয়ার শেষ করলেন তিনি। ২০৫ ম্যাচ শেষে রেকর্ড ১১ সেঞ্চুরি তার অর্জনের খাতায়।


মুজিব বর্ষ

Pin It on Pinterest