বাউল আকাইদের ‘চোখের জলে নদী’

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২

বাউল আকাইদের ‘চোখের জলে নদী’

এসময়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার বাউল আকাইদ। এবার তিনি গীতিকবি সাইফুল বারী -এর কথায় ’চোখের জলে নদী’ শিরোনামে একটি গান গাইলেন। এটি সুর করেছেন জনপ্রিয় সুরকার হুমায়ুন আহমেদ এবং সংগীতায়োজন করেছেন বরেণ্য সংগীত পরিচালক আলী আফতাব লনি। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান এডি আকাইদ ইউটিউব চ্যানেল থেকে গানটি ভিডিও আকারে উন্মুক্ত করা হবে বলে জানান বাউল আকাইদ।

তিনি বলেন, সব মিলিয়ে অসাধার একটি গান হয়েছে। ভক্ত শ্রোতাদের ভালো লাগবে বিশ্বাস। বাংলা গানের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest